বাদল গেছে টুটি,
আজ আমাদের ছুটি, ও ভাই,
আজ আমাদের ছুটি।
কী করি আজ ভেবে না পাই,
পথ হারিয়ে কোন বনে যাই,
কেন মাঠে যে ছুটে বেড়াই,
সকল ছেলে জুটি।
আজ আমাদের ছুটি, ও ভাই,
আজ আমাদের ছুটি।
কেয়া-পাতার নৌকো গড়ে,
সাজিয়ে দেব ফুলে–
তালদিঘিতে ভাসিয়ে দেব,
চলবে দুলে দুলে।
রাখাল ছেলের সঙ্গে ধেনু,
চরাব আজ বাজিয়ে বেণু,
মাখব গায়ে ফুলের রেণু
চাঁপার বনে লুটি।
বোধমূলক প্রশ্ন
১. কবিতায় ‘আজ আমাদের ছুটি’ বলার মূল কারণ কী?
ক) পরীক্ষা শেষ হয়েছে
খ) বাদল কেটে রোদ উঠেছে
গ) বিদ্যালয় বন্ধ
ঘ) উৎসবের দিন
২. কবিতায় শিশুদের মনে প্রথম যে অনুভূতিটি প্রকাশ পেয়েছে তা হলো—
ক) দুঃখ
খ) ভয়
গ) আনন্দ ও উচ্ছ্বাস
ঘ) ক্লান্তি
৩. কবিতায় শিশুরা কোথায় যেতে চায় বলে জানায়?
ক) শহরে
খ) বিদ্যালয়ে
গ) বনে ও মাঠে
ঘ) বাড়িতে
প্রয়োগমূলক প্রশ্ন
৪. ‘মেঘের কোলে রোদ হেসেছে’—এই পংক্তিটির তাৎপর্য কী?
ক) ঝড় আসছে
খ) প্রকৃতির ভয়াবহতা
গ) প্রকৃতির হাসিখুশি রূপ
ঘ) রাত নামছে
৫. ‘পথ হারিয়ে কোন বনে যাই’—এই কথাটি কী বোঝায়?
ক) ভয় পাওয়ার কথা
খ) দায়িত্বহীনতা
গ) স্বাধীনভাবে ঘুরে বেড়ানোর ইচ্ছা
ঘ) বিপদের আশঙ্কা
৬. বর্তমান সময়ের শিশুজীবনের সঙ্গে কবিতার কোন দিকটি সবচেয়ে বেশি প্রাসঙ্গিক?
ক) প্রকৃতির সঙ্গে মিশে থাকার আকাঙ্ক্ষা
খ) কঠোর শাসন
গ) পরীক্ষাভীতি
ঘ) প্রযুক্তিনির্ভরতা
চরিত্রগত প্রশ্ন
৭. কবিতার শিশুদের চরিত্রের প্রধান বৈশিষ্ট্য কী?
ক) অলসতা
খ) ভয়ভীতি
গ) প্রাণবন্ত ও স্বাধীনচেতা
ঘ) গম্ভীরতা
৮. ‘সকল ছেলে জুটি’ পংক্তি থেকে শিশুদের কোন গুণটি বোঝা যায়?
ক) একাকিত্ব
খ) প্রতিযোগিতা
গ) দলবদ্ধতা ও বন্ধুত্ব
ঘ) শৃঙ্খলাহীনতা
৯. কবিতায় শিশুদের প্রকৃতির সঙ্গে সম্পর্ক কেমন?
ক) দূরত্বপূর্ণ
খ) ভীতিপূর্ণ
গ) ঘনিষ্ঠ ও আনন্দময়
ঘ) উদাসীন
১০. রাখাল ছেলের সঙ্গে ধেনু চরানোর ইচ্ছা শিশুমনের কোন দিকটি প্রকাশ করে?
ক) বাস্তববিমুখতা
খ) গ্রামজীবনের প্রতি আকর্ষণ
গ) দায়িত্ববোধ
ঘ) কষ্টভোগ
ব্যাকরণগত প্রশ্ন
১১. ‘ছুটি’ শব্দটি কোন প্রকার বিশেষ্য?
ক) জাতিবাচক
খ) ব্যক্তিবাচক
গ) ভাববাচক
ঘ) সমষ্টিবাচক
১২. ‘হেসেছে’ ক্রিয়াটি কোন কাল নির্দেশ করে?
ক) বর্তমান কাল
খ) অতীত কাল
গ) ভবিষ্যৎ কাল
ঘ) বর্তমান সম্পূর্ণ কাল
১৩. ‘সকল ছেলে জুটি’—এই পংক্তিতে ‘সকল’ কোন পদ?
ক) বিশেষ্য
খ) সর্বনাম
গ) বিশেষণ
ঘ) অব্যয়
১৪. ‘দুলে দুলে’ কোন অলংকার বা ভাষার বৈশিষ্ট্য প্রকাশ করে?
ক) উপমা
খ) পুনরুক্তি
গ) উৎপ্রেক্ষা
ঘ) রূপক
১৫. ‘মাখব গায়ে ফুলের রেণু’—এখানে ‘রেণু’ শব্দের অর্থ কী?
ক) পাতা
খ) ফল
গ) ফুলের পরাগ
ঘ) গাছ
উত্তরমালা:
১) খ
২) গ
৩) গ
৪) গ
৫) গ
৬) ক
৭) গ
৮) গ
৯) গ
১০) খ
১১) গ
১২) খ
১৩) গ
১৪) খ
১৫) গ
.gif)

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন